ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ঋণের মামলায় গ্রেপ্তার এড়াতে ঠিকাদারের আত্মহত্যা

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

পিরোজপুরে মঠবাড়িয়ায় ঋণের কারণে দায়ের হওয়া মামলায় পুলিশের গ্রেপ্তার এড়াতে মো. আব্দুল হালিম মৃধা (৪৫) নামের এক ঠিকাদার আত্মহত্যা করেছেন। উপজেলার পৌর সভার সবুজ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানা হয়েছে।

নিহত হালিম মৃধা ওই এলাকার মান্নান মৃধার ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

নিহতের মেঝো ভাই মামুন মৃধার সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, তার ভাই হালিম মৃধাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে, আব্দুল হালিম মৃধার নামে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের গ্রেপ্তার এড়াতে সে তাদের নিজ এলাকায় থাকা বোন রুনি বেগমের ঘরে থাকতেন। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ওই এলাকায় যায়। এমন খবর পেয়ে ঘরের পাশে থাকা সুপারি গাছ বেয়ে বা ঘর থেকে লাফিয়ে পালানোর সময় আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, ওই ঠিকাদার অনেক টাকার ঋণ রয়েছেন। তিনি ঋণের অভিযোগে তার নামে পাওনাদারের দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হয়তো সে জন্য তিনি আত্মহত্যা করতে পারেন বা ওই এলাকায় ওই রাতে পুলিশ গিয়েছিল। পুলিশের গাড়ির হর্নের শব্দ শুনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসেছে এমন ভাবনা থেকেও তিনি গ্রেপ্তার এড়াতে আত্মহত্যা করতে পারেন। তবে ওই রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়নি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার ফেরদাউস ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ