ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জামালপুর মাতালেন ব্যারিস্টার সুমন 

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪২

উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় জামালপুরের ফুটবল প্রেমীদের মাতালেন ব্যারিস্টার সুমন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

জামালপুর পৌরসভা আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার সুমন এমপিকে দেখতে তার ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন স্টেডিয়ামে। কানায় কানায় দর্শকে ভরে যায় পুরো স্টেডিয়াম। অনেককেই তার সঙ্গে মোবাইলে সেলফি তুলতেও দেখা যায়।

ম্যাচ শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

পরে উভয় দলের প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে ফুটবল ম্যাচটি শুরু হয়। ম্যাচ চলাকালীন গ্যালারিতে হাজার হাজার দর্শকদের সুমন, সুমন স্লোগান দিতে শোনা যায়।

খেলাটির প্রথম অধ্যায়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে একটি গোল দেয় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের শেষের দিকে সাদা রঙের ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন জামালপুর পৌরসভা ফুটবল একাদশের জালে গোল দিয়ে সমতায় ফেরেন। খেলার নির্দিষ্ট সময় শেষ হলেও আর কোনো গোল না হলে ম্যাচটি ড্র হয়।

খেলাটির প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত। ধারাভাষ্যকার ছিলেন সোহানুর রহমান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ