ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলন্ত ট্রেন থেকে হঠাৎ বিচ্ছিন্ন ৩ বগি, অতঃপর...

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি চলন্ত অবস্থাতেই বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের না পাওয়ায় ওই তিনটি কোচ ফেলে রেখেই ছুটে যায় ট্রেনটি।

যতক্ষণে বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানা গেল, ততক্ষণে ট্রেনটি চলে যায় বহুদূরে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ত্রিশাল উপজেলার আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, দেড় ঘণ্টা পর ট্রেনটি পেছনের দিকে আসে এবং পুনরায় ফেলে যাওয়া বগিগুলো সংযুক্ত করা হলে ধীরগতিতে ঘটনাস্থল থেকে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে দ্রুততম সময়ের মধ্যে বিচ্ছিন্ন বগি তিনটির হুক লাগিয়ে সংযুক্ত করার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ