ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরালেও খুশি নন শান্ত

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩০

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হতাশার হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এদিন আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা।

শনিবার (৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শান্তর ইনিংসটা ধীরগতির হলেও দলের জন্য ছিলো কার্যকর। তবুও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, আরও একটু বেশি সময় ব্যাট করতে চেয়েছিলেন তিনি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘খুব সত্যি বলতে, আমি খুশি নই। আমাকে একটু বেশি সময় ব্যাট করতে হবে। উইকেটটা কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। কিন্তু যেভাবে শুরু করেছি, আমার ইনিংস নিয়ে তাতে আমি খুশি ছিলাম।’

প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। টাইগারদের এখনও সুযোগ থাকছে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয় করার।

শান্ত বলেন, ‘কিছুটা ভালো লাগছে কিন্তু তবুও কিছু ব্যাপার থাকে। অপেক্ষা করতে হবে পরের ম্যাচ পর্যন্ত। সত্যি বলতে আমি খুশি নই। স্পিনের বিপক্ষে উইকেট কঠিন ছিল বলে সম্ভবত আমাকে একটু বেশিক্ষণ ব্যাট করতে হতো।’

সময় মত ব্রেক থ্রু এনে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিলো দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের। তাছাড়া তাসকিন ও জাকেরের প্রসংশা করেছেন শান্ত।

টাইগার অধিনায়ক বলেন, ‘মিরাজ ও নাসুম যেভাবে বোলিং করেছেন—কৃতিত্ব তাদের। আর তাসকিন নতুন বলে গুরবাজকে আউট করেছে। সে একজন গুরুত্বপূর্ণ ব্যাটার। তারা যেভাবে খেলাটা শেষ করেছে তাতে খেলায় গতি পেয়েছি। এজন্যই আমি জাকেরকে লোয়ার মিডল অর্ডারে চাই।’

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ