ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ১৯:৪৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার অনুসারীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, গফরগাঁও পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সাদেক, হাজী আব্দুস ছাত্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, যুবদল নেতা জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ