ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি সোহরাব হোসেন

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১

জামালপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে গত জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে এ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলার শ্রেষ্ঠ সার্কেলের নাম ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসেন বলেন, পুলিশ সুপার স্যারের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। এই পুরস্কার আমাদের কাজের গতি আরও বাড়িতে দেয়। পুরুষ্কারটি পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত।

মাসিক পর্যালোচনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাসসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্টের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ