ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

রিসাইক্লিং মেশিনে আটকে গেল চুল, অতঃপর...

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬

জামালপুর পৌরসভা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করতে গিয়ে রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন এই কারখানায় কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলেন শিলা আক্তার। এ সময় অসাবধানতার কারণে মেশিনে তার চুল আটকে যায়। এক পর্যায়ে চুলের টানে মেশিনের ভেতরে ঢুকে যায় তার পুরো দেহ। আশেপাশে থাকা শ্রমিকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কারখানার বৈধতার প্রসঙ্গ তুলে ধরে ওসি বলেন, কারখানাটির বৈধতা রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধতার প্রমাণ পাওয়া না গেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ