ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৭

কিশোরগঞ্জের হোসেনপুরে নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরা হলো না আমির হোসেন (৬০) নামের এক বৃদ্ধের।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ মহাসড়কের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন উপজেলার সিদলা ইউনিয়নের ধুলিহর গ্রামের মাজিম উদ্দিন বেপারি ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ মহাসড়কের পাগলা বাজার এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির জন্য বের হয় আমির হোসেন। রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ লরিসহ চালক রাফি আহমেদ (১৮) আটক করে থানা নিয়ে আসেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লরিচালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ