ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

গাজীপুরে ট্রাক সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ২১:৫৯

গাজীপুরের কালিয়াকৈরে ভাতিজির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ওই দম্পত্তির ছেলে বিসিএস কর্মকর্তা আহত হয়েছেন। তারা সিএনজিতে জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম এ তথ্য নিশ্চিত

করেছেন।

নিহতরা হলেন- উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাবিবা (৬৫)।

এ ঘটনায় ওই দম্পত্তির ছেলে গাজীপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাবিবুর রহমান আহত হয়েছে। তিনি ৩৩তম বিসিএস’র শিক্ষা ক্যাডার উত্তীর্ণ হয়ে ওই কলেজে কর্তব্যরত ছিলেন।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, মঙ্গলবার বিকেল তিনটা ১৫ মিনিটের সময় হাবিব তার বাবা ও মাকে নিয়ে সিএনজি যোগে কাচিঘাটা গ্রামে ফিরছিলেন। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাবিবা খাতুন গুরুতর আহত হন।

আহতবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে হাবিবা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে হাবিবুর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া পথে মজিবুর মারা যান। হাববুরকে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে দিয়েছে। আটক

ট্রাকচালক আলী আহমেদ (৩০) গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার পাইনশাইল গ্রামের

আব্দুস ছালামের ছেলে।

ফুলবাড়িয়ার মোথাপাড়া গ্রামের সাব্বির আহমেদ কছিম জানান, মজিবুর রহমানের ভাতিজি কমলা খাতুন মঙ্গলবার সকালে মারা যান। বিকেলে তার জানাজায় অংশ নিতে তারা ফুলবাড়িয়ায় আসছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ