সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ঘূর্ণিঝড়ে দুর্গত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার

প্রকাশনার সময়: ২৬ মে ২০২৪, ২৩:০২ | আপডেট: ২৬ মে ২০২৪, ২৩:০৫

ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্গত এলাকায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৭ মে) বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

আবহাওয়া অধিদফতরে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে রোববার (২৬ মে) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সোমবার দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ থাকবে। তবে, কর্মচারী যারা আছেন, তাদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। যাতে করে আশ্রয়ের জন্য কোনো লোক আসলে তারা যেন সহযোগিতা পায়।

এর আগে দুপুরে ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান শিক্ষামন্ত্রী।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ