ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জিলহজ ১৪৪৫

বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত, বাড়বে তাপমাত্রা

প্রকাশনার সময়: ২৩ মে ২০২৪, ১৮:২৫

বঙ্গোপসাগরের লঘুচাপটি আগামীকালকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপরই জানা যাবে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না। এ ছাড়া লঘুচাপের প্রভাবে শনিবার পর্যন্ত দেশে বৃষ্টি সুযোগ দেখছে না আবহাওয়া অফিস। এসময় তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃহস্পতিবার (২৩ মে) সকালে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বেই। শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এসময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ