ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

বাস ভাড়া কমছে মাত্র ৩ পয়সা!

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ১৪:২৬

ডি‌জে‌লের দাম দুই দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া প্রতি কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমানোর সুপারিশ ক‌রে‌ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি।

তবে, সরকারের অনু‌মোদন পে‌লেই নতুন এই ভাড়া কার্যকর হ‌বে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাস মালিকরাও ভাড়া কমা‌নোর সুপারিশে একমত পোষণ করেন।

বিআর‌টিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমা‌নোর সুপারিশ আজই মন্ত্রণালয়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জারি করলে তা কার্যকর হ‌বে।

কমিটির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ