ঢাকা, রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৩ জিলকদ ১৪৪৫

এবার ঈদে মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৪, ১৬:৪৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৪, ১৬:৫৩

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। আর ৬ দিন না হলেও অন্তত ৫ দিন ছুটি নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। ঈদুল ফিতরের দিন সাধারণত ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সেই হিসাবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকবে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তারপর দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। তাই ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

আর রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল, মঙ্গলবার থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করবেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ