ঢাকা, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

রাজধানী ঢাকা এখনো ফাঁকা

প্রকাশনার সময়: ২০ জুন ২০২৪, ১৬:৫৪

ঈদের ছুটি শেষ হলেও এখনো জমে ওঠেনি রাজধানী ঢাকা। প্রতিটি সড়ক এবং অলিগলিতে সাধারণ সময়ে যানবাহনের যে চাপ থাকে, তা এখনো দেখা যাচ্ছে না। সড়কগুলোতে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা এবং গণপরিবহন কম লক্ষ্য করা গেছে। ফলে ঢাকা অনেকটাই ফাঁকা। চিরচেনা সড়কে দেখা যায়নি কোনো যানজটও।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, গাবতলী, শনির আখড়া, রামপুরা, পল্টন, মগবাজার ও যমুনা ফিউচার পার্ক এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি কম। তবে কিছু ব্যক্তিগত যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করছে।

রাস্তায় বের হওয়া মানুষজন জানান, ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় এক ঘণ্টার রাস্তা ১০-১৫ মিনিটে যাওয়া যাচ্ছে।

রাজধানীর গাবতলী থেকে থেকে বাসে উঠে ২০ মিনিটে কারওয়ান বাজার এলাকায় পৌঁছেছেন মনির হোসেন।

তিনি বলেন- অন্যদিনগুলোতে ঢাকা ব্যস্ত থাকে, এজন্য ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছি। কারণ, অনেকে গ্রামে ঈদ করতে গেছেন। রাজধানীতে মানুষের চাপ নেই।

উত্তরা থেকে ছেড়ে আসা একটি বাসের চালক রিফাত বলেন- এখন রাস্তায় গাড়ি কম, যাত্রীও তেমন নেই। তারপরও কিছু যাত্রী পাওয়া যাচ্ছে, সেজন্য গাড়ি নিয়ে বের হয়েছি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ