ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ঈদ ও পূজার ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসতে পারে

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৪, ২০:৫৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ২০:৫৮

২০২৫ সালের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন এবং দুর্গাপূজার ছুটি তিন দিনের প্রস্তাব করা হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হবে। ওই সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ছুটির বিষয়ে প্রস্তাবনা গৃহীত হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাবে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, এছাড়া দুর্গাপূজার ছুটি বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ১৫ আগস্টের ছুটি বাতিল, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর বিষয়গুলো অনুমোদন পেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, বর্তমানে ঈদের ছুটি তিন দিন। ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ