ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৪, ২৩:০২

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।

নভেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সরকারি কর্মকর্তাদের বরাতে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দু’বার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বশেষ চলতি বছরের মার্চে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার এ বৈঠক হওয়ার কথা ছিল ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে।

পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা স্থগিতের কথা জানানো হয়। দ্রুততম সময়ে পরবর্তী তারিখ নির্ধারণে কাজ চলছে বলেও জানিয়েছে ঢাকা।

বৈঠকটি অনুষ্ঠিত হলে এটা হবে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের ৫৫তম বৈঠক। এতে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নিয়ে থাকেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ