ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

হারের সঙ্গে সিরিজও খোয়ালো বাংলাদেশ

প্রকাশনার সময়: ০২ মে ২০২৪, ১৯:২৬ | আপডেট: ০২ মে ২০২৪, ২৩:৩৩

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মাঠে নেমে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই রীতিমতো ধরাশায়ী টাইগ্রেসরা। এতে দুই ম্যাচ বাকি থাকতেই বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৮ উইকেটে ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন দিলারা।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ওপেনিংয়ে নামা শেফালি ভার্মা ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে সিরিজ জয়ে বড় অবদান রাখেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৪৬ রান জড়ো করেন ইনিংসের গোড়াপত্তনে নামা দিলারা এবং মুর্শিদা খাতুন। তবে ব্যক্তিগত ৯ রানে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মুর্শিদা।

এরপর আরেক ওপেনার দিলারাও সাজঘরের পথ ধরেন। ফেরার ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের মারকাটারি এক ইনিংস সাজান অনভিজ্ঞ এই ব্যাটার।

দুই ওপেনার ফেরার পর জ্যোতি এবং সোবহানা মুস্তারি ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির ধীরগতির ২৮ আর সুবহানার ১৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে থামে বাংলাদেশ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ