ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

আজও ‘ডাক’ মেরে ফিরলেন লিটন

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২৪, ১৪:১৩ | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১৪:৪৭

প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে এবার টানা দ্বিতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। যদিও এবার টসভাগ্য পক্ষে আসেনি শান্ত বাহিনীর।

শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ডাক মেরে (শূন্য রান) সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। ঘাতক সেই দিলশান মাদুশাঙ্কা। প্রথম ওভারের তৃতীয় বলেই স্কয়ার লেগে দাঁড়ানো দুনিথ ওয়েল্লালাগের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন।

যাতে এদিনও সেই শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। লিটন ফিরতেই ক্রিজে সোম্য সরকারের সঙ্গে যোগ দেন আগের ম্যাচের নায়ক সেঞ্চুরিয়ান ও অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।

এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ওয়েল্লালাগে।

তবে বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিক দল।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ