ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

অবশেষে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৪, ১৮:৫৪

বুধবার (১৩ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে ওয়ানডে সিরিজ। অথচ ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা বাকি থাকতেও স্কোয়াড দেওয়া নিয়ে দ্বিধায় ছিল লঙ্কানরা।

অবশেষে ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী দলটি। ৫০ ওভারের এই সিরিজের জন্য কুশল মেন্ডিসকে অধিনায়ক করা হয়েছে।

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নেও।

অন্যদিকে কুড়ি ওভারের ফরম্যাট শেষে দেশে ফিরেছেন দাসুন শানাকা, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানারা।

এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছে অনুশীলনও করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে বিধ্বস্ত হয় বাংলাদেশ। সিরিজ হারে ২-১ ব্যবধানে।

এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে বুধবার (১৩ মার্চ)। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা ২টায়। তবে শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়।

চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুই দল আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে খেলবে দ্বিতীয় টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি।

শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, সাহান আরাচ্চিগে, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ