ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

নতুন নিয়মে কি থাকছে চ্যাম্পিয়নস লিগে

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ১৮:৪৯ | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১৮:৫৪

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ। এখন পর্যন্ত বেশ কয়েকবার এই টুর্নামেন্টের নাম ও ফরম্যাট পরিবর্তন হয়েছে। তবে আগামী ২০২৪-২৫ মৌসুমে বদলে যাচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা এই ফরম্যাট। বাড়ছে দলের সংখ্যা। পাশাপাশি গ্রুপ পর্ব এবং লিগ ফরম্যাটেও আসছে নতুন রূপ। ২০২৩-২৪ সালে শেষবারের মতো পুরাতন নিয়মেই মাঠে গড়িয়েছে জনপ্রিয় এই টুর্নামেন্ট।

নতুন কাঠামোতে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বের দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৩৬টিতে দাঁড়াবে। আগে প্রাথমিক পর্যায়ে ৮টি গ্রুপে ৪টি করে দল খেলত। গ্রুপ পর্বের খেলা শেষে ১৬ দল নিয়ে নক-আউট। এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হতো। এই নিয়মে গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিপক্ষ তিন দলের সঙ্গে হোম-অ্যাওয়ে মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলত।

তবে আগামী মৌসুমেই এই পদ্ধতিতে পরিবর্তন আসছে। নতুন নিয়মে ৩৬ দলকে ড্রয়ের মাধ্যমে চারটি গ্রুপে ভাগ হবে। এর মধ্যে ১ নম্বর পটে বর্তমান চ্যাম্পিয়ন এবং উয়েফার র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সেরা আট দল থাকবে। ২ নম্বর পটে ইউরোপা লিগ জয়ী দল এবং শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল থাকবে।

ড্র’তে একটি ক্লাব ভিন্ন ভিন্ন ৮টি দলের বিপক্ষে খেলবে। এর মধ্যে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে। অর্থাৎ পট-১ এর একটি ক্লাব আরও দুটি ভিন্ন ক্লাবের বিপক্ষে খেলবে। ঠিক এভাবে একটি ক্লাব বাকি পট-২, ৩ ও ৪ থেকে আরও দুটি করে দলের বিপক্ষে খেলবে। তবে প্রাথমিক পর্বে একই লিগের দুটি ক্লাব একে অপরের বিপক্ষে খেলবে না।

লিগ পর্ব শেষে শীর্ষ ৮ দল উঠে যাবে নক-আউটে। এরপর নবম থেকে ২৪তম দল দুই লেগে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য প্লে-অফ খেলবে।

আর সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো। নক-আউটের ড্রতে লিগ পর্বে ওপরের দিকে থাকা দলগুলো সুবিধা পাবে।

তবে এখানেও কিছু শর্ত থাকছে। লিগ পর্বে একই লিগের দুটি ক্লাব একে অপরের বিপক্ষে খেলবে না। নক-আউট পর্ব থেকে খেলাগুলো স্বাভাবিক নিয়মেই চলবে।

নয়াশতাব্দীটিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ