ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

শেষ ম্যাচ জিতে লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ১৬:১০

টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান, পেল হাসি ফোটানোর জন্য সান্ত্বনার জয়। ক্রাইস্টচার্চে রোববার (২১ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে ১৩৪ করেও নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে বাবর-রিজওয়ানরা।

আর এই সান্ত্বনার জয়ে লজ্জা এড়িয়ে পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ শেষ করলো ৪-১ ব্যবধানে।

এদিন হোয়াইটওয়াশ এড়ানোর জন্য টস জিতে আগে ব্যাটিং নেমে ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের রানের গতি একইরকম ছিল। তবে মাঝে ১৬ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ফখর জামান।

এছাড়া সর্বোচ্চ ৩৮ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। কিউয়িদের হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি।

টস জেতার পর পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, এই ম্যাচে বাজির ঘোড়া হতে পারেন স্পিনাররা। তার সেই কথাকে ভুল প্রমাণিত হতে দেননি ইফতিখার আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ। এতো কম রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডকে মাত্র ৯২ রানে অলআউট করে দিতে সক্ষম হন তারা।

২৪ রান খরচে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন ইফতিখার। এছাড়া দুটি করে শিকার নাওয়াজ ও শাহিনের। কিউয়িদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস।

এদিকে ৫ ম্যাচে মোট ২৭৫ রান করে সিরিজসেরা হয়েছেন ব্ল্যাকক্যাপস ওপেনার ফিন অ্যালেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ