ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

টানা সপ্তমবার এশিয়ার সেরা ফুটবলার সন হিয়ুং–মিন

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৪১

টানা সপ্তম ও সব মিলিয়ে নবমবারের মতো এশিয়ার বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান তারকা স্ট্রাইকার সন হিয়ুং–মিন। গত এক বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে টটেনহ্যাম অধিনায়ক ২৭ গোল করেছেন। সন বর্তমানে এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন। এশিয়ান কাপের প্রথম ম্যাচে সনের নেতৃত্বে বাহরাইনকে ৩-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরশক্তিদের পরবর্তী প্রতিপক্ষ জর্ডান ও মালয়েশিয়া।

পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পিছনে ফেলে সন এবারও এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। গত এক বছরে সৌদি পেশাদার লিগে আল নাসরের হয়ে রোনালদো নিজেকে প্রমাণ করলেও সনের কাছে বর্ষসেরার দৌড়ে পেরে ওঠেননি।

সৌদি লিগে রোনালদো ছাড়াও আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, এন’গোলো কান্তে, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, নেইমার. করিম বেনজেমাদের মতো বিশ্বমানের তারকারা। কিন্তু ইউরোপ ছেড়ে সৌদি লিগে এসে তাদের কেউই খুব একটা সুবিধা করতে পারছেন না।টানা সাতবারের মতো এশিয়ার বর্ষসেরার পুরস্কার জয় করায় টনেনহ্যামের পক্ষ থেকে সনকে অভিনন্দন জানানো হয়েছে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ