ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ইসলামবিদ্বেষী মন্তব্যে বরখাস্ত ব্রিটিশ এমপি

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫

ইসলামপন্থীদের নিয়ে মন্তব্য করে দল থেকে বরখাস্ত হলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা লি এন্ডারসন। স্থানীয় সময় শনিবার (২৪ ফেব্রুয়ারি) ‘লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ন্ত্রণ করে ইসলামপন্থীরা’- এমন মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করা হয়।

এন্ডারসনের এ মন্তব্য ঘিরে বর্ণবাদী এবং ইসলামফোবিক হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন সমালোচকরা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপরেও চাপ বাড়ছিল।

তবে এর আগে নিজের মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে অস্বীকৃতি জানান এন্ডারসন।

লি ইসলামবিরোধী বক্তব্য দিয়ে মুসলিম-বিরোধী বিদ্বেষের আগুনে ঘি ঢালছেন বলে মন্তব্য করেছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান।

গত মাসেও কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন লি। দল থেকে বহিষ্কার হওয়ায় এখন তিনি স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে থাকবেন।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাজ্য জুড়ে নাটকীয়ভাবে বেড়েছে ইসলামোফোবিয়া এবং ইহুদি-বিদ্বেষের ঘটনা।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ