ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

খারাপ রাস্তার ভিডিও করায় আইনপ্রণেতাকে হত্যা

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৭

খারাপ রাস্তার ভিডিও করার সময় ইকুয়েডরে ডায়ানা কার্নেরো নামের এক আইনপ্রণেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে হত্যা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাস্তাটির ভিডিও করার আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ২৯ বছর বয়সী কাউন্সিলর ডায়ানা। পরে তিনি গায়াস প্রদেশের নারাঞ্জলে একটি খারাপ রাস্তার ভিডিও করতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকণ্ডের সময় বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে ডায়ানার মাথায় গুলি করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে এই আইনপ্রণেতার মৃত্যুতে ইকুয়েডরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নয়াশতাব্দী/ডিএ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ