ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

শুক্রবার মুক্তি পাচ্ছে ‌‘শ্যামা কাব্য’ ও ‘ডেডবডি’

প্রকাশনার সময়: ০২ মে ২০২৪, ২০:৫৯

শুক্রবার (৩ মে) বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’ ও মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ নামে দুই নতুন সিনেমা ‍মুক্তি পেতে যাচ্ছে।

শ্যামা কাব্য গত বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। এবার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে এটি।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা সৌদ বলেন, ‘আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এ রকম একটা গল্প। মাথায় সে সময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল তাই এ সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এ গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড়পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘অভিনয়শিল্পীদের নিয়ে এ সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শিল্পীরা অসাধারণ ছিলেন। শুধু শিল্পী না, সিনেমার যত কলাকুশলী আছেন সবাই শতভাগ ইফোর্ট দিয়েছেন।’

সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

এদিকে গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেডবডি সিনেমা। আগামীকাল সিনেমাটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সবকটি সিনেপ্লেক্সেও।

সিনেমার মুক্তি সামনে রেখে জমজমাট প্রচার চালিয়েছেন পরিচালক। মোহাম্মদ ইকবাল বলেন, ‘ভৌতিক গল্পে ছবিটি বানিয়েছি। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। এতে শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। ছবির গানগুলো নিয়েও সাড়া পাচ্ছি। তবে এর ভিএফএক্স দর্শককে মুগ্ধ করবে বলে আমি প্রত্যাশা করছি।’

‘ডেডবডি’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি। এছাড়া আরও রয়েছেন শ্যামল মাওলা। প্রথমবারের মতো এমন বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ