ঢাকা, রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৩ জিলকদ ১৪৪৫

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৪, ২০:৫৯

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ওই ভারতীয় নাগরিককে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটক বাদল মিয়া (২৭) ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী নট্টবাড়ী করলা গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার রাতে ভারত থেকে অবৈধভাবে ফুলবাড়ী সীমান্ত দিয়ে প্রবেশ করে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে ঘুরাফেরা করছিল ভারতীয় নাগরিক বাদল মিয়া। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাজার থেকে ওই নাগরিককে আটক করে। পরে রাত ১২টার দিকে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। রোববার দুপুরে ওই ভারতীয় নাগরিককে জেল-হাজতে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ