ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

দু’বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ১৫

প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২৪, ১৩:০৭

নড়াইল-ঢাকা মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জাফর হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উভয় বাসের অন্তত ১৫ যাত্রী। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এছাড়া লিটন ট্রাভেলসের বাস চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করলে, নড়াইল-ঢাকা মহাসড়কে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ