ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

কালিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি মামলা

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৬

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

এদিকে সংঘর্ষের ঘটনায় সোমবার (৮ এপ্রিল) রাতেই কালীগঞ্জ থানায় দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রুবেল হোসেন নামের এক ব্যক্তি। অন্যদিকে ৮ জনকে আসামি করে অপর মামলাটি করেন প্রতিপক্ষের শেফালি বেগম।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, সোমবার বিকেলে উপজেলার নদীপাড়া এলাকায় পুরাতন লোহার জিনিসপত্রের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের দোকানে এক শিশুকে ধমক দেওয়াকে কেন্দ্র করে শহরের নদীপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন ও পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে তিন জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে আক্তার হোসেন নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ