ঢাকা, বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫

ভৈরবে বাড়ির সীমানায় পানি নিষ্কাশন দ্বন্দ্বে যুবক খুন

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৪, ২১:৫৬

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানায় পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে জাহাঙ্গীর নামের এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত জাহাঙ্গীর উপজেলার ওই গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির সীমানায় পানি নিষ্কাশন নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এনিয়ে একই সীমার প্রতিপক্ষের জামাল মিয়া, কাসেম মিয়া গংদেরকে গালি দেয়ার অভিযোগ তোলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর আক্রমন চালায়। এসময় জাহাঙ্গীরের বুকে ছুরিকাঘাত করায় সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারিয়া নাজমুন প্রভা জানান, জাহাঙ্গীর নামে ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে এবিষয়ে ইনফর্ম করা হয়েছে।

এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক ফরিদুজ্জামান জানান, হাসপাতালে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ