বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের ভোল্ট থেকে ১ কোটি, ৫৯ লাখ, ৪৬ হাজার টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি, সিআইডি মো. শাহনেয়াজ খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন
এর আগে, সকাল থেকে সিআইডি ও এপিবিএন এর সদস্যরা দুপুর থেকে ব্যাংকের ভল্ট পরীক্ষা করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে শেষে অক্ষত অবস্থায় টাকাগুলো উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সশস্ত্র একটি সন্ত্রাসী দল রুমা সোনালী ব্যাংকে হামলা চালায় আর তারা ভল্ট ভাঙার চেষ্ট করে এবং পুরোপুরি ভাঙতে না পেরে ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ