ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

২ ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৮:৪১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৩ মার্চ) দুই দিনে দুই ক্লিনিকে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ ও মেডিকেল অফিসার মাহমুদুল হাসান।

জানা যায়, ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারায় আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও বিভিন্ন ধারায় জমজম নার্সিং হোমকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। তবে জমজম নার্সিং হোম কতৃর্পক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

উপজেলা সদর রহনপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়ায় অবস্থিত আল মদিনা ক্লিনিকে গত ১৯ মার্চ ও খোয়ার মোড় এলাকায় অবস্থিত জমজম নার্সিং হোমে গত ২১ মার্চ সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুইজন প্রসূতি মারা যায়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ