ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

টিসিবির ১৪ বস্তা চালসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৫:৩৬

বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা উজ্জলকে (৩২) গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার উজ্জল ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে উজ্জ্বলের দোকানের পেছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশ কিছু চাল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালায়। এসময় খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন বিকেলেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার দুপুরে উজ্জলকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ