ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

স্মার্টফোন না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ২১:২৫ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ২২:০১

নাটোরের বাগাতিপাড়ায় স্মার্টফোন না পেয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে সারুফ রহমান (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার সোনাপুর ডুমরাই মাস্টারপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। সারুফ ওই এলাকার খাইরুল ইসলামের ছেলে এবং সে উপজেলার চাদপুর রফাতুল্লা সোনার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে সে। অভাবের কারণে ছেলেকে ফোন কিনে দিতে পারেননি, তবে দুই একদিনের মধ্যে দিবে বলে তাকে জানায় পরিবার। এতে অভিমান করে সকলের অগোচরে ঘটনার দিন বিকেলে নিজ শয়নকক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পরে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ