ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

জয়পুরহাটে কৃষক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৫

জয়পুরহাটে কৃষক হত্যায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জেলা দায়রা জজ মো. নুরুল ইসলামি এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আব্দুর রউফ, রুহুল আমিন, মো. আলী হোসেন, মো. খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে নভেম্বর মাসের এক তারিখে জয়পুরহাট সদর থানার সোটাহার ধারকী গ্রামের মো. নুরুল হক কয়েকজন কামলা নিয়ে তার নিজ দখলকৃত হিচমি গ্রামের ৯৭০ দাগের জমিতে পাকা ধান কাটতে থাকেন। সেই সময় আসামি আ. রউফসহ সাজাপ্রাপ্ত আসামিরা লোহার রড, শাপল, কুড়াল, দেশীয় অস্ত্রসহ নুরুল হককে মারাত্মতকভাবে আঘাত করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার ছেলে মো. মাসুম মিয়া এসে প্রতিবেশীদের সহায়তায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে হস্তান্তর করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান তিনি একটা ৩০ মিনিটে মারা যান।

মৃত নুরুল হকের ছেলে মাসুম মিয়া ১ নভেম্বর ২০১৩ সালে ১১ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দীর্ঘ শুনানি ও সাক্ষী শেষে বৃহস্পতিবার জেলা দায়রা জজ মো. নুরুল ইসলাম ৯ জনকে যাবজ্জীবন ও ২ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ