ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

অপহরণ-চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে থানায় ডেকে নিয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লীবিদ্যুৎ মোড় এলাকা অবরোধ করে রাখে হাজারো জনতা।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম খোকন (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান জানান, ফরচুন গ্রুপের কেয়ারটেকার জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যানসহ কয়েক জনের নামে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

নয়াশতাব্দী/এএস/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ