ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ছিনতাইকারী চক্রের প্রধানসহ গ্রেপ্তার  ৫ 

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিভাটেক (রিক্সা) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াছিন মিয়া (২১), শরীফ (৩৩), আব্দুল্লাহ (২৯), মো. রানা মিয়া (৪০) ও রিক্সা গ্যারেজের ম্যানেজার সুমন মিয়া।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ও উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ভূঁইয়া।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে আরমান মিয়া বিভাটেক (রিক্সা) নিয়ে ভৈরব পৌর কবরস্থানের সামনে আসেন। এ সময় যাত্রী সেজে ছিনতাইকারীরা তাকে পঞ্চবটী শ্মশান ঘাটে নিয়ে যায়। তারপর তাকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে আহত করে এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে বিভাটেকটি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী চালকের পিতা বাদী হয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন। তারপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ