ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

বিয়ের দাওয়াতে এসে প্রাণ গেল ভারতীয় নাগরিকের

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৪

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বিয়ের দাওয়াত খেতে এসে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিকাশ চন্দ্র ভারতের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।

জানা গেছে, গত ২১ জানুয়ারি বৈধ পাসপোর্টে স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের ছেলে সন্তানসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্বশুড়বাড়ি শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়িতে আসেন বিকাশ চন্দ্র সরকার (৪২)। ১০ ফেব্রুয়ারি রাতে বিয়ে বাড়িতে তার শ্বাসকষ্ট অনুভূত হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন। পরে ১১ ফেব্রুয়ারি বিকেলে আবার শ্বাসকষ্ট অনুভব করলে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান, বিকাশ চন্দ্র সরকার নামের ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী সরকার বলেন, বোনের বিয়ের অনুষ্ঠানে আমার স্বামীর পুরনো শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, যেহেতু অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। তাই আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ