ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

ত্রিশালে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪

ময়মনসিংহের ত্রিশালে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সভাটি হয়।

সভার আয়োজন করে ত্রিশাল উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ।

এতে প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামছুদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদ উল্লাহ্।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরপ্রধান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে তথ্য অধিকার আইন সম্পর্কে সম্যক ধারণা নেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ