ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
মিয়ানমারে সংঘাত

গুলিবিদ্ধ ৭ বিজিপি সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) আরও সাত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন- জা নি মং, নিম লাইন কিং, ক্যে থিন সিন, ইয়ো ফো, মং র, মুলিউন থং, কিন মং জ।

এর আগে রোববার রাতে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়।

জানা গেছে, বিশেষ নিরাপত্তার মধ্যে বিজিবির তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন নয়জনের চিকিৎসা চলছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তীব্র লড়াই চলছে। লড়াইয়ে টিকতে না পেরে গতকাল প্রথমে বিজিপির ১৪ সদস্য পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরে এখন পর্যন্ত বিজিপির মোট ৯৫ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেওয়ার তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাদের মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন আহত অবস্থায়। এদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আবার প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত আনা হয়েছে। তবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া বিজিপি সদস্যদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই সদস্যকে আহত অবস্থায় গতকাল রাত ৮টার দিকে হাসপাতালে আনা হয়। আজ সকালে আরও সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদের সেবা দিচ্ছি।

নয়াশতাব্দী/একে/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ