ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

মাগুরায় পা রেখেই খেলার মাঠে সাকিব!

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২৪, ২১:২৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ২৩:৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিরতির ফাঁকে মাগুরার নিজ সংসদীয় এলাকা সফর করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিজ শহরে পা রেখেই খেলার মাঠে সময় দিলেন মাগুরা-১ আসনের এই নবীন সংসদ সদস্য।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিতে দেখা যায়।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত ফুটবল চর্চা হয়। আর সেই চর্চাতেই যোগ দেন সাকিব। এ সময় তাকে দেখেই আনন্দে উচ্ছ্বসিত হন স্থানীয় দর্শকসহ অনুশীলন করা তরুণ ফুটবলরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন এবং কুশল বিনিময় করেন এই তারকা ক্রিকেটার।

এ সময় সাকিব সাংবাদিকদের বলেন, ‘বিপিএলের বিরতিতে মাগুরায় এসেছি। দুদিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে যতদূর সম্ভব দেখা করবো। যেহেতু বিজয়ী হবার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি।’

নয়াশতাব্দী/ডিএ/এসআর/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ