ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

শ্রীকান্ত থেকে সাকিব হলেন লক্ষ্মীপুরের যুবক!

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ২২:০৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ০০:০১

লক্ষ্মীপুরের কমলনগরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দু ধর্মাবলম্বী এক যুবক। শ্রীকান্ত দাস নামের ওই যুবক ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

যুবকের আগের নাম শ্রীকান্ত দাস, বর্তমান তার নাম মো. সাকিব হাসান। পিতা- অর্জন দাস, মাতা-প্রার্থনা দাস।

এফিডেভিট সূত্রে জানা যায়, সাকিব হাসানের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার আউরারখিল গ্রামে (জেলে বাড়ি)।

খোঁজ নিয়ে জানা যায়, নও মুসলিম মো. সাকিব হাসান ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে গত ১৫ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ বিষয়ে নব মুসলিম মো. সাকিব হাসান বলেন, ‘লক্ষ্মীপুর কমলনগরে মতির হাট বাজারে দীর্ঘদিন যাবৎ সেলুন দোকানের ব্যবসা করে আসছি। এখানে মুসলিম পরিবারের সদস্যের সাথে চলাফেরা করতে করতে ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিল। তাই নিজ পরিবারকে জানিয়ে নিজের ইচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি।’

তিনি আরও বলেন, কারো প্রতারণা বা হুমকির লোভে পড়ে নয়। নিজ ইচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

তিনি এসময় বিশ্ব মুসলিমের কাছে দোয়া ও সহযোগিতা চান, যেন ইসলাম ধর্মের সকল আকিদা সঠিক মতো পালন করতে পারেন।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ