ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

ঝিনাইদহে মাদক কারবারির যাবজ্জীবন

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:২৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৪২

ঝিনাইদহে কামরুল ইসলাম নামে এক ফেন্সিডিল বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. কামরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার আশাননগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১১ জুলাই পুলিশ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে পৌরসভা এলাকায় কাশিপুর মোল্লাপাড়ায় ফেন্সিডিল ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের অভিযান টের পেয়ে কামরুল পালিয়ে যায়। এসময় তার ঘরের খাটের নিচে একটি সাদা প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওইদিনই পুলিশ কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ২০১৭ সালের ২৩ সেপ্টম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ