পটুয়াখালীর দুমকিতে লাঙ্গল ও ডাব প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে দুমকি পীরতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, লাঙ্গল প্রতীকের রিপন হাওলাদার (৪০), মানসুর আলম (৩৩), শাহিন গাজী (৩১), ডাব প্রতীকের মো. বেল্লাল (৩৫) শহিদুল ইসলাম (২৪)। গুরুতর আহত রিপন হালদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল প্রতীকের মিছিল ও বালুর মাঠে সভা শেষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে দুমকি পীরতলা বাজারে লিফলেট বিতরণ করছিলেন। এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধ্যা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে ডাব প্রতীকের সমর্থনে গণসংযোগ করার সময় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শৈলেন চন্দ্রের সাথে থাকা আওয়ামী লীগ নেতা ইউনুস আলী মৃধ্যা ও মো. শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দুমকির পিরতলা বাজারে ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম। এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে উৎঙ্খৃল একদল কর্মী আমাদের ছাত্রলীগ কর্মীদের উপরে হামলা চালায় এতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ