ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪

ক্যাবল ছিঁড়ে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। যে কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

এর আগে, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

অন্য একটি সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে কেউ জরুরি বাটনে চাপ দেয়ায় এই সমস্যা হয়েছে। মেট্রোরেল স্টেশনের ডিসপ্লে বোর্ডেও এমনটা লেখা দেখা গেছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ