ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল

  
প্রকাশনার সময়: ১০ মে ২০২৪, ১৬:৩৭

ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে লাগানো আছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের “সড়ক নির্দেশিকা”। এসবের মধ্যে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজের একটি ‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানানে ভুল দেখা গেছে। ওই নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (০৯ মে) বিকালে সরেজমিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজের ওপরে লাগানো নির্দেশিকায় দেখা গেছে, ইংরেজিতে “Dhaka Univercity” লেখা হয়েছে। অথচ শুদ্ধ বানানে তা লেখার কথা ছিল “Dhaka University”।

ভুল বানানের ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন তারা।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. জামিল হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রিন্টিং ভুলের কারণে এমনটা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। বানান ঠিক করে নতুন সড়ক নির্দেশিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবারের মধ্যে নতুন নির্দেশিকা ওখানে লাগানো হবে।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ