ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

রমজান শুরুর তারিখ জানা যাবে আজ

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১০:৩১

বছর ঘুরে আবার দুয়ারে কড়া নাড়ছে মাহে রমজান। পবিত্র এই মাসে প্রত্যেক মুসলমানের রোজা রাখা ফরজ। শাবানের পরই রমজান মাস। আজ শাবানের ২৯ তারিখ। সেই হিসাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে রমজান আগামীকাল মঙ্গলবার নাকি বুধবার থেকে শুরু হতে যাচ্ছে।

তবে গতকাল রোববার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সেদেশে আজ থেকে রোজা শুরু হয়েছে। বাংলাদেশে রোজার শুরুর তারিখ নির্ধারণ করতে আজ সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ