রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

ব্রুকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০

ক্যাচ দিয়ে তিন বার জীবন পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।

তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৯ রান করেছে ইংলিশরা। ৫ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। ব্রুক ১৩২ রানে অপরাজিত আছেন।

শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই হেনরির শিকার হয়ে ফেরেন ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রলি হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হলে ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর জো রুট ও জ্যাকব বেথেলকে দ্রুতই সাজঘরে ফেরান আগের টেস্টে অভিষিক্ত নাথান স্মিথ। মাত্র ৪৩ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৭৪ রান যোগ করে বিপর্যয় সামাল দেন হ্যারি ব্রুক ও ওলি পোপ। হ্যারি ব্রুক শতকের দেখা পেলেও ৬৬ রান করে আউট হন পোপ। আর ২ রান করে প্যাভিলিয়নের পথ দেখেন বেন স্টোকস। এই দুজনকেই সাজঘরে ফেরান পেসার ও’রোর্ক।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তোলা ব্রুক ১১৯ রানে ব্যাট করছেন। অন্যদিকে, ক্রিস ওকস অপরাজিত রয়েছেন ১৫ রানে। প্রথম ইনিংসে কত রানে গিয়ে থামে ইংলিশরা, এটাই এখন দেখার।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ