ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

যুব এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৭

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। আসন্ন এ আসরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা আজ রোববার (২৪ নভেম্বর) সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে।

দেশ ছাড়ার আগে অধিনায়ক তামিম বলে গেলেন, আসন্ন এশিয়া কাপ এবং এরপর যুব বিশ্বকাপ দুটিই জিততে চায় তার দল।

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে লাল-সবুজের দেশটি ‘এ’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

এর আগে, এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।

এ ১৪ সদস্যের দলের বাইরেও চারজন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে।

তারা হলেন– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।

আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেপাল ছাড়াও টাইগারদের পেরোতে হবে আফগানদের বাধা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ