ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২৪, ১৬:২৪

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার ইমরুল কায়েস। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও আর দেখা যাবে না তাকে। এক ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল। অবসর ঘোষণায় তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য ও উদ্বোধনী ব্যাটার ছিলেন ইমরুল কায়েস। তবে লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের ২২ নভেম্বর ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। সেটিই হয়ে থাকল তার শেষ টেস্ট ম্যাচ।

নিজের ফেসবুকে একটি ভিডিওতে ইমরুল বলেছেন, ‘আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রীড়াপ্রেমিদের একটা কথা জানাতে চাই। শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ারে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

‘১৬ নভেম্বর আমি আমি আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও আমি সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল। তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ৭৯৭ রান করেছেন এই ওপেনার। সবমিলিয়ে ক্যারিয়ারে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ইমরুল। ২০টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন প্রায় আট হাজার (৭৯৩০) রান করেছেন।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ