ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৫১ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১৬:২৮

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। লজ্জাজনক ৯২ রানের হারে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচে আঙুলের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। মুশফিকের পরিবর্তে একাদশে ঢুকেছেন কিপার জাকের আলি। এর মাধ্যমে ওয়ানডে অভিষেক হচ্ছে জাকেরের। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার রিশাদ হোসেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্থান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ ঘাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোটে, ফজল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ